জি বাংলার ধারাবাহিক 'খেলনাবাড়ি'তে নয়া চমক। গল্পে আসছে নতুন মোড়। চ্যানেলের তরফে একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আইনের মুখোমুখি মায়ের ভালোবাসা। কে জিতবে? এখন দেখার অপেক্ষা সেটাই।
যে ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, গয়নার বাক্সে একটি কানের দুল খুঁজছে গুগলি । সেই সময়েই আসেন ইনস্পেক্টর অলকা। কারণ দুলটি পাওয়া গিয়েছে রণজিৎ লাহিড়ীর দুর্ঘটনাস্থলে। আর সেই কারণেই তিনি গুগলিকে গ্রেফতার করতে এসেছেন।
আরও পড়ুন - 'জগদ্ধাত্রী' ফিরে পেল পুরনো জায়গা, নম্বর কমল 'ফুলকি'-র, প্রথম কোন ধারাবাহিক ?
কিন্তু আইনের সামনে ঢাল হয়ে মেয়েকে বাঁচাতে মরিয়া মিতুল। জানিয়ে দেন দুর্ঘটনার রাতে কলকাতায় ছিল না। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? মায়ের ভালবাসার কাছে হেরে যাবে আইন?সেটা দেখার অপেক্ষাতে দর্শকরা।