পা ভেঙেছে সৃজনের । ব্যবসা থেকে চাকরি, ঘর সব সামলাতে হচ্ছে পর্ণাকেই । তারই মধ্যে নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দত্ত বাড়ির ছোট নাত বউ । এবার তো আরও ঘোর বিপদ । জেল থেকে ফেরার আসামী ছদ্মবেশে ঢুকে পড়বে দত্ত বাড়িতেই । তারপর ? পর্ণা কি পারবে পরিবারকে বাঁচাতে ? নয়া প্রোমো সামনে আসতেই উৎসাহ বেড়েছে দর্শকদের মধ্যে ।
প্রোমোতে দেখা যাচ্ছে, সুপ্রকাশ বটব্যালকে পুলিশের হাতে তুলে দেয় পর্ণা । কিন্তু, সুপ্রকাশ পর্ণাকে চ্যালেঞ্জ জানায় যে সে ফিরে আসবে । খবর পাওয়া যায়, জেল থেকে পালিয়েছে সুপ্রকাশ । এরপরই দেখা যায়, দত্ত বাড়িতে তিন্নির ফুলমাসির আগমন হয়েছে । কিন্তু, ওই ফুলমাসির আড়ালেই রয়েছে সুপ্রকাশ । তিন্নি ও সুপ্রকাশ দু'জনে মিলে ফের পর্ণা ও সৃজনকে বিপদে ফেলতে ছক কষেছে । পর্ণা কি পারবে বিপদ থেকে নিজেদের উদ্ধার করতে ? আগামী পর্বেই তা জানা যাবে ।
ধারাবাহিকের গল্পে পর্ণা ও সৃজনকে চাপে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে তিন্নি । সঙ্গী হয়েছে সুপ্রকাশ । তাঁদের ষড়যন্ত্রেই চাকরি হারায় সৃজন। পা ভাঙে । এদিকে সৃজনের পাশে দাঁড়াতে পর্ণা পোশাক ব্যবসার মালিক হওয়ার ভান করে সৃজনকে চাকরি দেয় । সৃজনকে ওই ব্যবসার বেঙ্গল জোনের প্রধান হিসেবে নিয়োগ করে । পর্ণার সাহায্যেই তৈরি হয় তাঁদের শাড়ির ব্র্যান্ডও । তার মাঝে বারবার বাধা দিতে চাইলেও সফল হয়নি তিন্নি । প্রত্যেক চ্যালেঞ্জে ১০০ শতাংশ পাশ করেছে পর্ণা । এবারও তিন্নি মাত দেবে পর্ণা, তা বলাইবাহুল্য ।
এদিকে, পা ভেঙে বাড়িতেই বিশ্রামে রয়েছেন রুবেল । বাড়ি থেকেই শুটিং করছেন । রুবেলকে সিরিয়ালে সেভাবে দেখা যাচ্ছে না ঠিকই, তবে সিরিয়ালের টিআরপিতে ভাল পয়েন্ট কুড়িয়ে নিচ্ছে ধারাবাহিক । গত সপ্তাহেও প্রথম পাঁচেই জায়গা করে নিয়েছিল নিম ফুলের মধু ।