হাতে, মুখে, মাথায় জড়ানো ব্যান্ডেজ। নাকের উপর লিকোপ্লাস্টার। যা দেখে বোঝাই যাচ্ছে বড়সড় কোনও দুর্ঘটনায় চরম আহত অনিন্দ্য চট্টোপাধ্যায় (Tollywood Actor Anindya Chatterjee )। ওই ছবি নিজের সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন অভিনেতা। যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। কিন্তু হঠাৎ করে কি হল তাঁর?
ছবিটা পরিষ্কার করে দেখলেই বিষয়টি বোঝা যাবে। দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন অনিন্দ্য। কিন্তু তাঁর সামনে রয়েছেন তার সহ অভিনেত্রী। আসলে ধারাবাহিক গাঁটছড়ার শুটিং চলছে। আর সেই শুটিংয়েরই একটি দৃশ্য নিজের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন - সিঙ্গুর থেকে 'কন্যাশ্রী' প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে কণীনিকা !
গাঁটছড়া ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য। গল্পের মোড় ঘুরেছে। আর সেই কারণেই খলনায়ক অনিন্দ্য ধরা দিয়েছে নেই নতুন অবতারে। যে ছবি দেখে রক্তচাপ বেড়েছে ভক্তদের।