ফিরে গেলেন ছোটবেলায়। ২৬ শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন নিজের স্কুলে গিয়েছিলেন বর্ধমানের মেয়ে তথা অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। স্কুল জীবনের স্মৃতি রোমন্থনে অভিনেত্রী অন্বেষা হাজরা জানালেন, ১২ বছর আগের ঘটনার এক অপরাধবোধে আজও ভুগছেন তিনি।
কী সেই ঘটনা?
সরস্বতী পুজোর দিন স্কুলের পুরনো দিদিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। মনে পড়ে যায় ১২ বছর আগে করা তার একটি অন্যায়ের কথা। দিদির সঙ্গে ছবি পোস্ট করে স্মৃতি রোমন্থন করেন অভিনেত্রী।
আরও পড়ুন- সুহত্রর কাঁধে দিতিপ্রিয়া! কী ঘোষণা করলেন অভিনেত্রী?
একই সঙ্গে লেখেন, ১২ বছরের পুরনো অপরাধ দিদির কাছে স্বীকার করতে পারেননি অন্বেষা। ক্লাস টেনে পড়ার সময় অন্বেষা, দাস, রিমা কুন্তলা এবং আরও কয়েকজন মিলে দিদির অনুপস্থিতিতে আম পাড়ার লগা দিয়ে কাঁচঘরের চাবি চুরি করেছিলেন। টিভি দেখবেন বলে। সেই কারণে তিনি আজও দুঃখিত।