জামাই ষষ্ঠীর দেদার আয়োজন। তার মধ্যেই অবাক কাণ্ড ঘটালেন টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ নীল। এদিন জামাই ষষ্ঠীর পাশাপাশি শাশুড়ির সঙ্গে শাশুড়ি ষষ্ঠী পালন করলেন অভিনেতা নীল ভট্টাচার্য।
নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন নীল। যেখানে অভিনেতাকে দেখা গিয়েছে শাশুড়িকে হাতে হলুদ সুতো বেঁধে দিয়ে তাঁর কল্যাণ কামনা করতে। একই সঙ্গে নিজের হাতে শাশুড়িকে রেঁধে বেড়ে খাওয়াতেও দেখা গিয়েছে নীলকে।
তবে, এখানেই শেষ নয়। ষষ্ঠীর দুপুরে জামাইয়ের জন্য আয়জনের কমতি রাখেননি শাশুড়ি মাও। মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে মাছ মাংস, মিষ্টি দই-সহ একাধিক পদ রেঁধে বেড়ে খাইয়েছেন তিনিও।