বীরভূমের (Birbhum) একজন সাধারণ বাদাম বিক্রেতা । বাদাম বিক্রি করতে করতেই গান বাঁধা । আর এখন তাঁর সেই গানেই মেতেছে গোটা বিশ্ব । এমনকী ‘কাঁচাবাদাম দাদা কাঁচাবাদাম…’(Kacha Badam song) গানে কোমর দোলাচ্ছেন সুদূর দক্ষিণ আফ্রিকার নেট-সেনসেশন কিলি পলও (Kili Paul) । এবার জনপ্রিয় কুইজ শো 'দাদাগিরি'(Dadagiri)-র মঞ্চ মাতালেন ভূবণ বাদ্যকার (Bhuban Badyakar) । শুধু তাই নয়, 'দাদাগিরি'-র ট্রফি উঠল তাঁর হাতেই ।
দাদাগিরির মঞ্চেও স্বমহিমায় দেখা গেল ভূবণ বাদ্যকরকে । হাতে ছিল বাদামের ঝুড়ি । দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও বাকি প্রতিযোগীদের বাদাম খাওয়ালেন । গান শোনালেন । আর নিজের জীবনের গল্প শোনালেন দাদাকে । একটা ভাঙা ঘরে কীভাবে কষ্ট করে তাঁরা দিন কাটাচ্ছেন, সে গল্পও করলেন ।
আরও পড়ুন, Vikrant Massey-Sheetal Thakur : বিয়ে করলেন বিক্রান্ত মাসি ও শীতল ঠাকুর, প্রকাশ্যে বিশেষ দিনের ছবি
জানা গিয়েছে, একেবারে সাদামাটা ভূবণ বাদ্যকরকেই তুলে ধরা হয় দাদাগিরি-র মঞ্চে । তাঁকে আলাদা করে কিছুই শিখিয়ে দেওয়া হয়নি । শুধু খেলার নিয়ম বুঝিয়ে দেওয়া হয়েছিল । তাঁর সাদামাটা, সরলতা মন জয় করে নিয়েছে সবার ।
বীরভূমের দুবারজপুর ব্লকের প্রত্যন্ত গ্রামে বাস ভুবন বাদ্যকরের । বাদাম বিক্রি করেই সংসার চলে তাঁর । বাদাম বিক্রি করতে করতে নিজের মনেই গান বেঁধেছিলেন তিনি । তাঁর সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন এক ক্রেতা । এই গান প্রকাশ্যে আসার পরই রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি । টলিউড থেকে বলিউড তারকারা, তাঁর গানে ইনস্টাগ্রামে রিল তৈরি করছেন । দেশের মানুষ তো বটেই, বাংলাদেশ থেকেও অনেকে এসে তাঁর সঙ্গে দেখা করেছেন । এমনকী, শাসকদলের হয়ে পুরভোটের প্রচারেও দেখা গিয়েছে তাঁকে ।