‘আয়োগে যব তুম হো সাজনা’ কিংবা 'সাজনা' তাঁর কণ্ঠে চোখ বুজে আসত শ্রোতাদের। তিনি গান ধরার পরেই যেন হারিয়ে যেতেন কোনও এক সুরের মূর্ছনায়। শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর দখল শুনে ভীমসেন জোশী বলেছিলেন, ‘ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ’ কিন্তু, মঙ্গলবার সেই ভবিষ্যতই ঢাকল অন্ধকারে। ৫৬ বছরেই প্রয়াত উস্তাদ রশিদ খান। গত বছরের শেষ থেকেই মৃত্যুর সঙ্গে বেশ জোরদার পাঞ্জা লড়লেও, জিততে পারলেন না উস্তাদ।
ঋতুপর্ণের ‘দ্য লাস্ট লিয়ার’ ছবিতে অমিতাভ যখন মৃত্যুপথযাত্রী , রশিদ গাইছেন ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার…’। রশিদের ক্ষেত্রে সেই ঝড়ের রাত যে এত তাড়াতাড়ি ঘনাবে তা মানতে পারছেন না সংগীতপ্রেমীরা।
Koushik Roy: ধারে জর্জরিত এক যুবকের লোভই কি হবে কাল? আসছে কৌশিকের নতুন ওয়েব '৩৬ ঘণ্টা'
উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রশিদ খানের। ছোট থেকেই কণ্ঠে যেন গান নিয়েই জন্মেছিলেন উস্তাদ। নিজের মামার কাছেই প্রথম তালিম নেওয়া। এরপর মুম্বই কলকাতা পেয়েছে তাঁর সাহচর্য। জীবনের প্রথম অনুষ্ঠান কলকাতাতেই। বলিউড , টলিউড থেকে শাস্ত্রীয় সংগীতে তাঁর সৃষ্টি অনন্য। সব রইল, শুধু রইলেন না উস্তাদ।