চলতি মাসেই মুক্তি পাচ্ছে মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar Biopic) বায়োপিক। ‘নাম 'অচেনা উত্তম' (Ochena Uttam)। পরিচালক অতনু বসুর ছবির ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য।
টলিউডের (Tollywood) একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে। মহানায়কের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। সুচিত্রা সেনের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে
কলকাতা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শ্যুটিং। রূপোলি পর্দার উত্তম থেকে নায়িকার উত্তম, কিংবা সাংসারিক উত্তম। মহানায়কের চরিত্রের সমস্ত দিকই নিজের ছবিতে তুলে আনার চেষ্টা করেছেন পরিচালক অতনু বসু। প্রসঙ্গত, এ বছর অগাস্টেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের 'অতি উত্তম'।
Ankush-Nusrat : 'ভয়'- এর মুখোমুখি অঙ্কুশ-নুসরত ! কী ঘটতে চলেছে তাঁদের সঙ্গে ?
শাশ্বত-ঋতুপর্ণা ছাড়াও ছবিতে প্রায় ৭০জন শিল্পী অভিনয় করছেন। গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন সম্পূর্ণা লাহিড়ি। সুপ্রিয়া দেবীর ভূমিকায় অভিনয় করবেন সায়ন্তনী রায়চৌধুরী।