একসময় অঞ্জন চৌধুরীর বিভিন্ন সিনেমায় কমিক-ভিলেন হিসেবে এক নম্বরে ছিলেন তিনি। ৯০ দশকের পরিচিত শিল্পী চন্দ্রনাথ ওরফে চাঁদু চৌধুরীর জীবন থমকে গেল ৭৯-তেই। দশমীর দিন হৃদরোগে আক্রান্ত হন এই বর্ষীয়ান অভিনেতা। ভেন্টিলেশনেও রাখা হয় তাঁকে। তবে শেষরক্ষা হল না। রবিবার লক্ষ্মীপুজোর দিনেই প্রয়াত হলেন চাঁদু চৌধুরী।
একসময় দূরদর্শনের 'রঙ্গরস' অনুষ্ঠানের নিয়মিত অংশ নেওয়া ওই অভিনেতা সিনেমা থেকে যাত্রার দুনিয়ায় যথেষ্ট সাবলীল ছিলেন। অঞ্জন চৌধুরীর একের পর এক হিট ছবিতে তিনিই ছিলেন ভিলেন। পূজা, ইন্দ্রজিৎ, মুখ্যমন্ত্রী, ছোট বউ, শ্রীমান ভূতনাথ, বড় বউ, মেজ বউ সহ একাধিক ছবিতে দর্শকদের মন জিতে নিয়েছেন এই অভিনেতা। অভিনেতা সাহেব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় এই খবর দেন। সেখানে স্মৃতিচারণায় তিনি লেখেন, "জীবনের প্রথম ছবি সংঘর্ষ তাঁর সুবাদে পাওয়া। তাঁর আত্মার শান্তি কামনা করি। ভালো থেকো চাঁদু জেঠু।”