বেশ কিছুদিন পর্দায় দেখা মিলছে না ‘দত্তবাড়ির ঠাম্মির’, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক যেন ফিকে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে ছাড়া। কিন্তু বেশ কিছু দিন তাঁকে না দেখতে পেয়ে চিন্তার ভাঁজ পড়েছিল দর্শকদের কপালে। সংবাদ মাধ্যম অভিনেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে, জানা যায় বেজায় অসুস্থ অশীতিপর অভিনেত্রী। সিওপিডিও-তে আক্রান্ত অভিনেত্রী। শ্বাসকষ্ট নিয়ে ১২ দিন ভর্তি ছিলেন হাসপাতালে। এখন তিনি খানিক স্থিতিশীল।
Dinhata Bandh Update : দিনহাটায় বনধ প্রত্যাহার তৃণমূলের, রাজ্যপালকে কটাক্ষ উদয়নের
বয়স, বার্ধক্যজনিত অসুখ সমস্ত কিছুকে সঙ্গে নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সিনেমা থেকে ছোট পর্দা- সবখানেই তাঁকে নিয়মিত দেখা যায়। করোনার সময়েও অসুস্থ হয়ে পড়েছিলেন লিলি। তারপর সুস্থ হয়ে কাজে যোগ দেন। পর্দায় তাঁকে ফের দেখতে পাওয়ার অপেক্ষায় দর্শকেরা।