গুরুতর অসুস্থ টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় । জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । সেলুলাইটিসের চিকিৎসা চলছিল । কিন্তু, সেখানে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে । ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় তাঁকে । তবে হাসপাতাল সূত্রে খবর, আগের তুলনায় এখন অনেকটা ভাল আছেন মাধবী ।
জানা গিয়েছে, দিন কয়েক আগেই আচমকা অভিনেত্রীর দুই পা জুড়ে ব়্যাশ বেরিয়েছিল । চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় । এরপরই হাসপাতালে ভর্তি হন অভিনে ত্রী। টেস্টের পর জানা যায় তিনি সেলুলাইটিসে আক্রান্ত । এরপরেই তাঁর চিকিৎসা শুরু হয় । চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । সিসিইউ-তে রাখা হয় তাঁকে । তবে, বর্তমানে তিনি ভাল আছেন। চিকিৎসকের তরফে জানানো হয়েছে যদি বৃহস্পতিবার, তাঁর শরীর ভাল থাকে, তাহলে তাঁকে শুক্রবার হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে । তবে তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন, Tele Serial Khelnabari : আইন নাকি মায়ের ভালোবাসা? খেলনাবাড়ির প্রমোতে নয়া চমক
সেলুলাইটিস আদতে একটি ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ। সাধারণত পায়ের নীচেই হয় সংক্রমণ । সঠিক সময়ে চিকিৎসা না হলে এই ব্যাকটেরিয়া থেকে গুরুতর রোগ হতে পারে ।