বিধুবিনোদ চোপড়া পরিচালিত ছবি 'টুয়েলফথ ফেল' বড়পর্দায় রিলিজের পর থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর ছবিটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস আকাশ ছুঁয়ে ফেলেছে। শুধু দর্শকরাই নন, ছবিটি সমালোচকদেরও আনুকূল্য পেয়েছে। এবার তার ছাপ পড়ল IMDB Rating-এ ও। ১০ এর মধ্যে এই ছবিটি IMDb Rating পেয়েছে ৯.২।
এই রেটিং-এর ফলে ভিক্রান্ত মাসি ও মেধাশঙ্কর অভিনীত ছবিটি পিছনে ফেলে দিয়েছে ২০২৩ সালে মুক্তি পাওয়া একাধিক ব্লকবাস্টার হলিউড ছবিকেও। সেই ছবিগুলোর মধ্যে রয়েছে স্পাইডারম্যান, ওপেনহাইমার, বার্বি, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন এবং চ্যাপ্টার ৪-এর মতো জনপ্রিয় ছবিগুলিও।
অনুরাগ পাঠকের বইয়ের উপর ভিত্তি করে তৈরি 'টুয়েলফথ ফেল'-এ দেখানো হয়েছে মনোজ কুমার শর্মা নামের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মানুষের লড়াইয়ের কাহিনি। যিনি ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইএএস অফিসার হন।
এখনও পর্যন্ত ছবিটি বক্সঅফিসে ব্যবসা করে ফেলেছে ৬৭ কোটি টাকার। যার ফলে, হয়ে উঠেছে ২০২৩ সালের সবথেকে বড় অপ্রত্যশিত বলিউড হিটও।