বাংলা ছবিতে এখন গোয়েন্দারাজ। একের পর এক গোয়েন্দা চরিত্রই দাপিয়ে বেড়াচ্ছে বাংলা বক্স অফিস। তা, কিরিটী যদি ফেলুদা হন, তখন কিরিটী (Kiriti) হবেন কে? তাই বাংলার গোয়েন্দা চরিত্রে নতুন মুখ, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। ইন্ডাস্ট্রিতে তিনি যথেষ্ট সিনিয়র, কিন্তু এর আগে বিক্রমকে দেখা যায়নি কোনও গোয়েন্দা চরিত্রে।
এর আগে কিরিটীর চরিত্রটি করতেন ইন্দ্রনীল সেনগুপ্ত। কিন্তু গত বছর থেকে ইন্দ্রনীলকে দেখা যাচ্ছে ফেলুদার চরিত্রে, তাই এবার কিরিটী হচ্ছেন বিক্রম। ক্যামেলিয়া থেকে নাকি ফোন গিয়েছে অভিনেতার কাছে। শোনা যাচ্ছে কিরিটী নিয়ে একইসঙ্গে ছবি এবং ওয়েব সিরিজ করার কথা ভাবছেন নির্মাতারা।
Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের মুম্বইয়ের ফ্ল্যাট কিনলেন কোন বলিউড তারকা?
কিরিটী ছাড়াও হাতে প্রচুর কাজ বিক্রমের। হিট হয়েছে, 'শহরের উষ্ণতম দিনে', শুটিং শেষ হল 'কে প্রথম কাছে এসেছি'র। নতুন ছবি 'অমরসঙ্গী'র ঘোষণাও হয়ে গিয়েছে।