বলিউডে নড়বড়ে কেরিয়ার দাঁড় করাতে সময় লেগেছে, আর সেই সময়ে বন্ধু ভেবেছিলেন যাঁদের, তাঁরাও আড়ালে সমালোচনা করতেন, সম্প্রতি জানালেন অভিনেতা বিক্রান্ত মাসে।
একটি সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, কেরিয়ারের শুরুর দিনগুলোয় বন্ধুদের বাড়িতে ডেকেছিলেন, মায়ের হাতের রান্না খাওয়াবেন বলে। খাওয়ার পরই পালাই পালাই করেছিলেন বন্ধুরা। কিছুক্ষণের মধ্যে গ্রুপ চ্যাটে আলোচনা চলেছিল, বিক্রান্তের রান্নাঘর কতোটা অগোছাল, তাই নিয়ে। বন্ধুদের বসতে দিয়েছিলেন প্লাস্টিকের চেয়ারে, সেই নিয়েও আমন্ত্রিতরা হাসাহাসি করেছিলেন।
টেলিভিশনেই কেরিয়ার শুরু বিক্রান্তের, তারপর একে একে ওটিটি, বলিউড ছবি। এখন এক নামে তাঁকে চেনে গোটা দেশ, সেই বিক্রান্তের পরিবারকে এক সময় কাটাতে হত দারুণ অভাবে। মাসের পনের দিন কোনরকমে চলত বাবার বেতনে। ১৬ দিন থেকে মাসের বাকিটা অভাবই নিত্যসঙ্গী।