বলিউডের একের পর এক শিল্পী আক্রান্ত হচ্ছে করোনায়। শুক্রবার অনুরাগীদের বিশাল দাদলানি নিজেই জানিয়েছিলেন তাঁর আক্রান্ত হওয়ার খবর। এক দিনের মাথায় আরও একটি দুঃসংবাদ দিলেন গায়ক-সঙ্গীত পরিচালক। তাঁর বাবা মোতি দাদলানি প্রয়াত।
শেষ তিন-চার দিন ধরে তাঁর বাবা হাসপাতালের আইসিইউ-তে ছিলেন। কিন্তু বিশাল কোভিড আক্রান্ত হওয়ায় বাবাকে দেখতে যেতে পারেননি। আক্ষেপ করে লিখেছেন, ‘এই কঠিন পরিস্থিতিতে মাকে ছুঁতে পর্যন্ত পারছি না।"। তিনি আরো লেখেন, "আমার মধ্যে যা কিছু ভাল, সব তো বাবারই ছায়া ছিল' হারিয়ে গেলাম আমি"।
তবে শিল্পী নিজে এই সময়ে কোয়ারেন্তাইনে থাকায় তাঁর দিদিই সবকিছু সামলাচ্ছেন বলে জানিয়েছেন বিশাল।