ডিফেকটিফ গোরার পর এবার ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chaqkraborty) নতুন পরিচয় তিনি কলকল্লোল দত্ত। হইচই ওটিটি প্লাটফর্মে এই নামেই নয়া পরিচয়ে আসছেন মিস্টার কলকেতা ওরফে কলকে। রবিবার মুক্তি পেয়েছে নতুন এই সিরিজ ‘মিস্টার কলকেতা’র টিজার। আসলে কলকাতার বুকেই আছে আরেকটা কলকাতা, এই শহরের অলিতেগলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ইতিহাস। ৩০০ বছরের পুরনো এই শহরের নানা ধাঁধার অর্থই খুঁজে দেখবেন কলকল্লোল দত্ত।
Jeetu-Nabanita : নবনীতার জন্মদিন, মেমোরি শেয়ার জীতুর, পোস্টের আড়ালে লুকিয়ে বেদনা ?
সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী রাজনন্দিনী দত্ত। সেপ্টেম্বরে শুরু হবে মিস্টার কলকেতার স্ট্রিমিং। এর আগে গোরায় অন্যরকম একটু চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক। এই চরিত্র নির্মাণেও রয়েছে বিশেষ বিশেষত্ব। দুর্গাপুজোর আগে শহরবাসীর আবেগ এই সিরিজ যে আরও উস্কে দেবে তার ইঙ্গিত মিলল টিজারে।