বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলি'-র (Mohiner Ghoraguli) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বাপি দাসের (Bapi Das) চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার (West Bengal Goverment)। সকলের প্রিয় বাপি দা ক্যানসারে আক্রান্ত । ক্রাউড ফান্ডিং করে শিল্পীর চিকিৎসার টাকা তোলার জন্য এগিয়ে এসেছেন বাংলা সংস্কৃতি জগতের অনেকেই । সম্প্রতি, ফেসবুকে পোস্ট করে রূপম ইসলাম সাহায্য চেয়েছিলেন, এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণও করেন । তারপরই তাপস দাস ওরফে বাপি দাসের চিকিৎসার দায়িত্ব নিল সরকার । একথা ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন শিল্পী রূপম ইসলাম (Rupam Islam) ।
রাজনৈতিক দল তাঁর চিকিৎসার সাহায্যে এগিয়ে এলেও, বাপি দা তা প্রত্যাখান করেছেন বারবার । কয়েকদিন আগের পোস্টে রূপম জানিয়েছিলেন, কোনও রাজনৈতিক দলের সাহায্য তিনি নেবেন না । একমাত্র সরকারের সাহায্য তিনি গ্রহণ করবেন, কারণ পশ্চিমবঙ্গ সরকার কোনও রাজনৈতিক দল নয় । এরপরই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার । রূপম এই ঘটনার পুনরাবৃত্তি করে ফেসবুক পোস্টে জানিয়েছেন, এসএসকেএম-এ চিকিৎসা চলছে বাপি দার । রূপম দেখাও করেছেন । একইসঙ্গে, পশ্চিমবঙ্গ সরকারকে তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন ।