দাম বাড়ছে দুধের। লিটারপ্রতি ২ টাকা দাম বাড়াল বাংলার ডেয়ারি৷ ১৬ মার্চ, বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
মাদার ডেয়ারির পরিবর্ত হিসাবে বাংলার ডেয়ারি চালু করেছে রাজ্য সরকার৷ সেই দুধের দাম বাড়ল লিটারে ২ টাকা।
বাংলার ডেয়ারির সব রকম দুধের দামই বাড়ছে। স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আয়ুশ টোনড মিল্ক, সুপ্রিম এসটিডি মিল্ক, সুস্বাস্থ্য খোলা দুধের দামও বাড়ল। তবে দাম বাড়লেও এখনও আমূল, রেড কাউ, মাদার ডেয়ারি দিল্লি এবং মেট্রো দুধের তুলনায় সস্তা বাংলার ডেয়ারির দুধ।
সব ধরণের দুধের বর্ধিত দাম বাংলার ডেয়ারির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।