২০২৪ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী যুবনেত্রী সায়নী ঘোষ। গতবার এই কেন্দ্রে লড়ে, জিতেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কিন্তু এবার লোকসভা ভোটের অনেক আগেই মিমি চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে জানিয়েছিলেন এবার আর ভোটে তিনি লড়তে চান না। অবশেষে ব্রিগেডের মঞ্চে, গুরুদায়িত্ব পড়ল সায়নীর কাঁধে।
সায়নীর নাম ঘোষণার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। সায়নীকে ফোন করেছিলেন মিমি। সায়নীর কথায় ,’শি উইশ মি অল দ্য বেস্ট।’
Sandeshkhali Incident : নিজাম প্যালেসে শাহাজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন, রেকর্ড করা হবে বয়ান
এদিকে প্রার্থী তালিকা ঘোষণার পরেই, কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন যুবনেত্রী সায়নী ঘোষ। ব্রিগেড থেকে বেরিয়ে মিমি প্রসঙ্গে সায়নী জানিয়েছিলেন , "আমাদের আগের প্রার্থী ছিলেন মিমি। কিছু কাজ করতে পেরেছেন। কিছু কাজ করতে পারেননি। সেই নিয়ে বলতে চাইনি। আগামীর দিকে তাকাতে চাই।"