অস্কারের মঞ্চে (Oscar 2022) সঞ্চালককে বিরাশি সিক্কার চড় উইল স্মিথের (Will Smith)। স্ত্রীকে নিয়ে চটুল মন্তব্য করেন সঞ্চালক ক্রিস রক (Chris Rock)। সঙ্গে সঙ্গে সোজা স্টেজে উঠে সপাটে চড় মারেন উইল স্মিথ। কিছুক্ষণ পরই 'কিং রিচার্ড' (King Richard) ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার শিরোপা পান স্মিথ।
বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে রসিকতা চলেই। অস্কারের মঞ্চও (Academy Awards 2022) তার ব্যতিক্রম নয়। কিন্তু উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেন সঞ্চালক ও কমেডিয়ান ক্রিস রক। সেই রসিকতা শুনে নিজেকে সামলাতে পারেননি স্মিথ। সোজা মঞ্চে উঠে চড় মারেন স্মিথ। নিজের আসনে ফিরে চিৎকার করে বলেন, "তোমার নোংরা মন্তব্য থেকে আমার স্ত্রীকে দূরে রাখো।"
আরও পড়ুন: মুখোমুখি রকি-অধীরা, অ্যাকশনে ভরপুর 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর ট্রেলার
এরপরই 'কিং রিচার্ড' ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান স্টিভ স্মিথ। যখন অস্কারের মঞ্চে পুরষ্কার নিতে আসেন, ফিল্ম অ্যাকাডেমি ও বাকি মনোনীতদের কাছে এই ঘটনা নিয়ে ক্ষমা চেয়ে নেন স্মিথ। সেই সময় তাঁর চোখ দিয়ে জল পড়ে। যদিও ক্রিস রককে উদ্দেশ্য করে কোনও কথা বলেননি তিনি।