দক্ষিণের ছবিতে ডবল ধামাকা। এবার একসঙ্গে পর্দায় দেখা যাবে ৮৩ এর বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কপিল দেব এবং ‘থালাইভা’ রজনীকান্তকে। যেন ইতিহাস তৈরী করতে চলেছেন দুই কিংবদন্তি। রজনী কন্যা ঐশ্বর্যর ‘লাল সেলাম’ছবিতে জুটি বাঁধতে চলেছেন কপিল এবং থালাইভা। এই খবর জানিয়েছেন খোদ রজনীকান্ত।
West Bengal Weather Update: শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি সহ ঝড়ের পূর্বাভাস, তবুও বঙ্গে ফিরতে পারে তাপপ্রবাহ
কপিল দেবের সঙ্গে ছবি পোস্ট করে রজনীকান্ত লেখেন, ”আমার কাছে খুবই গর্বের বিষয় যে এরকম এক কিংবদন্তির সঙ্গে কাজ করা। যে কিনা বিশ্ব দরবারের আমাদের দেশকে গর্বিত করে।” তবে দু’জনকেই দেখা যাবে ছোট্ট রোলে। ও জানা যাচ্ছে, ‘লাল সেলাম’ ছবিতে অভিনয়ের পেয়ে পেশাদার জীবন থেকে অবসর নিতে পারেন রজনীকান্ত।