টলিপাড়ার চর্চিত জুটি যশ-নুসরত । তাঁদের সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়ে কম বিতর্ক নেই । যদিও সেসব বিতর্কে কান না দিয়ে ছেলে ঈশানকে নিয়ে দারুণভাবেই দিন কাটাচ্ছেন যশ-নুসরত । পুজোটাও জমিয়ে উপভোগ করেছিলেন । ছেলের সঙ্গে দু'জনে ছবিও শেয়ার করেন । সবই তো ঠিক চলছিল । কিন্তু, পুজো মিটতেই হঠাৎ অন্য রকম পোস্ট করলেন যশ-নুসরত । প্রকাশ্যে একে অপরকে 'আড়ি' বলছেন তাঁরা । আগামী বছর নাকি পয়লা বৈশাখেই পাকপাকিভাবে আড়ি হয়ে যাবে দু'জনের মধ্যে । এমনই ইঙ্গিত মিলল পোস্টে । ভাবছেন এ আবার কেমন আড়ি ? যশ-নুসরতের মধ্যে সব ঠিক আছে তো ?
সব কাহিনিতেই থাকে টুইস্ট । যশ-নুসরত-এর এই আড়ি-তেও সেরকমই টুইস্ট রয়েছে । বিষয়টা একটু খোলসা করেই বলা যাক । যশ-নুসরতের 'আড়ি'- ভাব যাই হোক না কেন সবটাই ঘটতে চলেছে রূপোলি পর্দায় । সেন্টিমেন্টাল-এর পর নতুন একটা প্রোজেক্ট নিয়ে আসছে যশরত-এর প্রযোজনা সংস্থা । তাঁদের দ্বিতীয় ছবির নামই হল 'আড়ি' । যশ ও নুসরত ছাড়া সিনেমায় দেখা যাবে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কেও । ছবির পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী ।
সিনেমার ফার্স্টলুক পোস্টারও শেয়ার করেছেন তারকা জুটি । পোস্টারে দেখা যাচ্ছে, মা ছেলের হাত । একে অপরের কড়ে আঙুল ধরে আছে । ক্যাপশনে লেখা, "মা জননী চোখের মণি অসীম তোমার দান, ত্রিভুবনে তোমার মতো হয়না কারো মান ...মা ছেলের এক অসামান্য গল্প 'আড়ি' নিয়ে আমরা তোমাদের সাথে 'ভাব' করতে আসছি ... আগামী পয়লা বৈশাখে দেখা হচ্ছে।" অর্থাৎ বোঝা যাচ্ছে, মা-ছেলের গল্পই বলবে এই সিনেমা ।
যশ-নুসরতের আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে । সিনেমার নাম শিকার । সিনমায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও । এদিকে, টলিপাড়ায় কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে ছবি মুক্তিতে নাকি জটিলতা তৈরি হয়েছে । যদিও, সেকথা মানতে নারাজ নির্মাতারা । তাঁরা জানিয়েছেন, ছবির শুটিং প্রায় শেষের দিকে । খুব শীঘ্রই সিনেমা মুক্তি পাবে ।
যশ-নুসরতের পরবর্তী সিনেমাগুলির জন্য স্বাভাবিকভাবেই উৎসাহী অনুরাগীরা । তবে, জানেন কি যশ-নুসরতের লাভ স্টোরি নাকি সিনেমার থেকে কম কিছু নয় । কীভাবে হয়েছিল তাঁদের প্রেম, আবার সেই প্রেম নাকি ভাঙতেও বসেছিল একসময় । পরে নাকি যশের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন নায়িকা । জানেন কি যশরত-এর জীবনের সেই গল্পটা ?
টলিপাড়া সূত্রে খবর, এক সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন দু’জনে । তবে, একটা সময় তাঁর স্থির করেন যে সম্পর্ক ভেঙে দেবেন । এক টক শোতে এমনটাই জানিয়েছিলেন যশ-নুসরত । যেদিন ব্রেক-আপ হওয়ার কথা ছিল, সেদিন গাড়ি নিয়ে নায়িকার বাড়ির সামনে অপেক্ষা করছিলেন যশ । নুসরতকে বলেছিলেন, হয় নুসরত নিচে নামবেন অথবা যশ উপরে আসবেন । তখন নুসরতই নীচে নেমে এসেছিলেন । নুসরত ওই টক শো-তে বলেছিলেন, ব্রেক আপ করার জন্য দেখা করেছিলেন তাঁরা । কিন্তু, কথা বলে ঝগড়া মিটিয়ে নেন তাঁরা । তারপর যশের হাত ধরেই বেরিয়ে এসেছিলেন বাড়ি থেকে । একসঙ্গে থাকতেও শুরু করেন তাঁরা । তাঁদের জীবনের গল্পটা এভাবেই শুরু হয়েছিল ।
অভিনেত্রী নুসরত জাহান তাঁর প্রেম জীবন, ব্যক্তিগত জীবন নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন । ২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সেরেছিলেন নুসরত । কিন্তু, পরে নুসরত জানান, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে ‘বৈধ নয়’। বিশেষ বিবাহ আইন মেনে তাঁদের বিয়ে হয়নি । পরে আদালতও জানায়, নিখিল-নুসরতের বিয়ে বৈধ নয় ।
নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর হঠাৎ একদিন জানা যায়, নুসরত অন্তঃসত্ত্বা । তাঁর সন্তানের বাবা কে, এই নিয়ে কম জলঘোলা হয়নি । সেইসময় যশের সঙ্গে নুসরতের সম্পর্কের জল্পনাও চলছিল । পরে তাঁদের সন্তানের ভাইরাল হওয়া বার্থ সার্টিফিকেট থেকে জানা যায়, যশই ঈশানের বাবা । পরে ধীরে ধীরে সব খোলসা করেন তাঁরা । তবে, ব্যক্তিগত জীবন নিয়ে কোনওদিনই খুব বেশি কথা বলতে শোনা যায়নি যশ-নুসরতকে ।