Year Ender 2021: আরিয়ান খান- রাজ কুন্দ্রা, কঙ্গনা রানাউত, বছরভরের বলিউডি বিতর্ক

Updated : Dec 24, 2021 13:29
|
Editorji News Desk

পৃথিবী আছে, অথচ সূর্য নেই, এমনটা সম্ভব? সম্ভব না তো। তেমনই বলিউড আছে, কিন্তু বিতর্ক নেই, এও অসম্ভব। আরে বাবা বলিউডের (Bollywood) খুঁটিনাটিই তো সারা দেশের ড্রয়িং রুমের সান্ধ্যকালীন আড্ডার খোরাক যোগায়। তা, এ বছরটা মোটেও শুকনো, বোরিং কাটেনি বলিউডের। ঘনঘন জন্ম হয়েছে নতুন বিতর্কের (Controversy)। বছর যখন প্রায় শেষের দিকে গড়াল, আজ একবার ফিরে দেখা যাক সে সব বিতর্ককে। 

মাদক কাণ্ডে আরিয়ান খানের গ্রেফতারি

শাহরুখ (Shahrukh Khan) পুত্র হিসেবে প্রচারের আলোয় আগে অল্প স্বল্প এসেছেন। মূলত এলেন মাদক কাণ্ডে নাম জড়ানোয়। মুম্বই ক্রুজ কাণ্ডে মাদক মামলায় আরিয়ানকে (Aryan khan) গ্রেফতার করে এনসিবি (NCB)। ২৬ দিন পর জামিনে জেল থেকে ছাড়া পান ২৩ বছরের আরিয়ান। একই কাণ্ডের সূত্র ধরে আরিয়ানের বন্ধু, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাকে জেরা করে এনসিবি। অনন্যার ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। তাঁর মুম্বইয়ের বাড়ি তল্লাশি করা হয়। 

পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেফতারি

মোবাইল অ্যাপে পর্ন (Porn scandal) বানিয়ে তা ছড়ানোর অভিযোগে চলতি বছরের জুলাই মাসে গ্রেফতার করা হয় শিল্পা শেট্টির(Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra)। রোজ নতুন দিকে বাঁক নিতে থাকে ঘটনা। পুনম পাণ্ডে, শার্লিন চোপড়ার মতো অভিনেত্রীরাও রাজের বিরুদ্ধে মুখ খোলেন। ঘটনার আঁচ এসে পড়ে শিল্পার ওপরেও। বেশ কয়েকদিন জনসমক্ষে আসা বন্ধ রেখেছিলেন অভিনেত্রী। সেপ্টেম্বরে রাজ জামিন পান। 

সোনু সোদের বাড়িতে আয়কর দফতরের হানা

অতিমারীর দিনগুলোয় বেশ কিছু পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়ে, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে মেসিহা হয়য়ে উঠেছিলেন বলিউদের অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।সেপ্টেম্বরে এই অভিনেতার বাড়িতেই আয়কর দফতর হানা দিল। সংশ্লিষ্ট দফতর জানাল, কর ফাঁকি দেওয়ার কারণে এই পদক্ষেপ। সোনু অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন। অভিনেত্রী তাপসী পন্নুর (Tapsee Pannu) বাড়িতেও হানা দেয় আয়কর দফতরের অফিসাররা।

আর্থিক তছরুপকাণ্ডে ইডি-র নজরে জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহি

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের ঘটনায় উঠে আসে বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহি (Nora Fatehi)-র নাম। তছরুপ হওয়া অর্থ এরাও ভোগ করেছেন বলে অভিযোগ ওঠে। জ্যাকলিনের সঙ্গে সুকেশের ঘনিষ্ঠ সেলফি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শোনা যায় সুকেশের কাছ থেকে উপহার হিসেবে বলিউড অভিনেত্রীরা কখনও পেয়েছেন রেঞ্জ রোভার গাড়ি, কখনও হীরের গয়না, প্রাইভেট জেটে সফর, বা বিলাসবহুল ব্র্যান্ডের আকাশ ছোঁয়া দামি প্রোডাক্ট। 

বিতর্কের শেষ কথা কঙ্গনা রানাউত

বলিউডি বিতর্কের গল্প কেমন প্রাণহীন ফ্যাকাশে লাগে কঙ্গনা রানাউতকে ছাড়া। সামাজিক, রাজনৈতিক সমস্ত ইস্যুতে মন্তব্য করে শিরোনামে আসতে সিদ্ধহস্ত কঙ্গনা (Kangana Ranaut)। তার অধিকাংশই আবার আক্রমণাত্মক। সিঙ্ঘু সীমান্তে বছরভর চলা কৃষক বিক্ষোভ নিয়ে বিতর্কিত মন্তব্য করে দিলজিত দোসাঞ্জের সঙ্গে ভার্চুয়াল বাদানুবাদের জড়ান।

এখানেই শেষ নয়, এই সাক্ষাৎকারে বলেছিলেন, “২০১৪ সালে ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে। ১৯৪৭-এ যেটা পেয়েছিল, সেটা ভিক্ষা।”  এমন মন্তব্যের জেরে ইতিমধ্যে কংগ্রেস, শিব সেনার মতো দল অভিনেত্রীর পদ্ম পুরস্কার কেড়ে নেওয়ার পক্ষে সওয়াল করে।

করণ জোহারের দোস্তানা থেকে বাদ পড়লেন কার্তিক আরিয়ান

দোস্তানা ২ এ যখন কাস্ট হিসেবে জাহ্নবী কাপুর (Jahnvi Kapoor) আর কার্তিক আরিয়ানের (Kartik Aryan) নাম ঘোষণা করেছিল ধর্মা প্রোডাকশন, কার্তিকের অনুরাগীরা উত্তেজনায় টগবগ করে ফুটছিল। দিন কয়েকের মধ্যেই ঘোষণা করা হয় প্রোজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে কার্তিককে। অভিনেতা, বা প্রযোজনা সংস্থা এর পেছনের কারণ নিয়ে মুখে কুলুপ আঁটলেও শোনা যায় কার্তিকের পেশাদারিত্বের অভাবেই কারণেই নাকি ধর্মা প্রোডাকশনের সঙ্গে সমস্যা হয়। 

 

Nora FatehiAryan KhanKangana RanautRaj KundraSonu SoodKartik Aaryan

Recommended For You

editorji | বিনোদন

Rhea Chakraborty: সুশান্ত মামলায় নির্দোষ ঘোষণা রিয়া চক্রবর্তীকে, কিন্তু অপমানের কি ক্লিনচিট হয়?

editorji | বিনোদন

Tele Serial : মিঠিঝোরা-য় এবার ত্রিকোণ প্রেম ! পরিণীতা-তে জোর টক্কর, কোন সিরিয়ালে কী টুইস্ট, জানুন

editorji | বিনোদন

Bollywood Gossip : আমিরের নতুন প্রেমিকা ! কেঁদে ভাসাচ্ছেন ইরা, ঐশ্বর্য রাইয়ের ত্রিকোণ প্রেমের সম্পর্ক !

editorji | বিনোদন

Dainee Review : ডাইনি প্রথার বিরুদ্ধে মিমি-র বেঁচে থাকার লড়াই, কেমন হল ওয়েব সিরিজটি ?

editorji | বিনোদন

Aamir Khan Birthday: হোলিতে আরও রঙিন আমির, 90s'-এর চকোলেট বয়ের আজ ৬০ !