বাঙালির বিনোদন মানেই সন্ধে হলে চা মুড়ির সঙ্গে রকমারি সিরিয়াল দেখার হিড়িক। কিন্তু দর্শকদের অভিযোগ প্রতিটা সিরিয়ালের শুরুটা ভাল হলেও কিছুদিন পর একঘেয়েই হয়ে যায়, আর এই ভাবনায় কোপ পড়ে ধারাবাহিকের TRP তেও। তখনই শেষের ঘণ্টা বেজে যায় জনপ্রিয় সিরিয়ালেরও। সম্প্রতি শোনা গিয়েছে, বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পিলু। যদিও ধারাবাহিকের স্টার কাস্টরা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। কিন্তু পিলুর জায়গায় আগামী ১৪ ই নভেম্বর থেকে আসছে মিঠাই। আর এতেই ইঙ্গিত মিলছে পিলু বন্ধের। এবার এই আবহেই শোনা যাচ্ছে, শেষ হতে চলেছে আরও এক জনপ্রিয় ধারাবাহিক লালকুঠি।
সোশ্যাল মিডিয়ায় চলছে বিস্তর লেখালিখি। এই মুহূর্তে রাহুল রুকমার জুটি বিরাট হিট। 'দেশের মাটি' ধারাবাহিকের রাজা-মাম্পি চরিত্র থেকেই এই জুটি বিরাট জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। কিন্তু এবার যেন তাদের ম্যাজিক ও কার্যত ফিকে হতে বসেছে। গল্পেও খানিক ঝিম ধরেছে, প্রশ্ন তবে কী এর জেরেই বন্ধ হতে চলেছে সিরিয়াল? যদিও ধারাবাহিকের নির্মাতারা এখনও এই প্রসঙ্গে চূড়ান্ত কিছুই জানায়নি।