পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস (World AIDS Day)। এইচআইভি পজিটিভ (HIV Positive) ব্যক্তিদের প্রতি, সংবেদনশীল হতে, এবং এইডস আক্রান্ত হয়ে যারা বিগত দিনে প্রাণ হারিয়েছেন, তাঁদের মনে রাখতে দিনটি পালিত হয় প্রতি বছর।
২০২৩ এর বিশ্ব এইডস দিবসের থিম, “Let Communities Lead.” ১৯৮৭ সালে জেমস ডব্লিউ বান এবং থমাস নেটার এই দিনটি প্রথম পালন করেন। সারা পৃথিবীজুড়েই জনস্বাস্থ্যের ক্ষেত্রে এইডস একটি বিশাল সংকট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু -এর পরিসংখ্যান বলে, ১৯৮৮ সাল থেকে সারা পৃথিবীতে ৩ কোটি ৮ লক্ষ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে আছেন, মৃত্যু হয়েছে সাড়ে ৩ কোটি মানুষের।
এইচআইভি সংক্রমণ নিরাময়ের কোনও উপায় এখনও আবিষ্কার হয়নি। তবে সঠিক সময়ে রোগ নির্ণয়, সতর্কতামূলক ব্যবস্থা, চিকিৎসায় এইচআইভি আক্রান্তদেরও স্বাভাবিক, সুস্থ জীবন যাপন সম্ভব। শিশু এবং বয়ঃসন্ধি দিয়ে পেরোনো জনসংখ্যার এইচআইভি আক্রান্তদের চিকিৎসার আরও উন্নতির প্রয়োজন, দ্রুত।