ওজন কমাতে ভয়াবহ কৃচ্ছ্রসাধন! মৃত্যু হল ২১ বছর বয়সি এক চিনা তরুণীর। চিনে একটি সমাজমাধ্যমের প্রভাবী ওই তরুণী। সম্প্রতি ১০০ কেজি ওজন কমানোর এক শিবিরে যোগ দিয়েছিলেন তরুণী। সেখানেই মৃত্যু হয় তাঁর। সিএনএন সূত্রে খবর, তরুণীর নাম কুইহুয়া।
উত্তর-পশ্চিম চিনে ওজন কমানোর শিবিরে যোগ দিয়ে কঠোর পরিশ্রম শুরু করেন তিনি। খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিলেন। অধিকাংশ সময়ই না খেয়ে থাকতেন। সে সব কথা নিজেই জানাতেন সোশ্যাল মিডিয়ায়।
গত মাসের শেষে কুইহুয়ার মৃত্যু হয়েছে। তার পর থেকেই ওই তরুণীর শরীরচর্চার নানা ভিডিয়ো সে দেশের সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ওজন কমানোর ওই শিবির থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মৃত তরুণীর পরিবারকে।