মানবাধিকার অর্থাৎ মানুষের অধিকার । আজ, ১০ ডিসেম্বর সেই অধিকারের দিন (Human Rights Day 2022 ) । ১৯৪৮ সাল থেকে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ থেকে ১০ ডিসেম্বর দিনটি মানবাধিকার দিবস পালন করার কথা বলা হয় । সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়ে আসছে । এবছর ৭২ তম মানবাধিকার দিবস (Human Rights Day 2022 ) ।
মানবাধিকার জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, শিক্ষাগত যোগ্যকা নির্বিশেষে সবার জন্য সমান । প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে । এক জন মানুষের বেঁচে থাকা এবং সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানবাধিকার অপরিহার্য । মানবাধিকার নিয়ে বিভিন্ন দেশে কমিশনও গঠিত হয়েছে। কোথাও মানুষের অধিকার খর্ব হল কি না এ সব দেখা ও প্রতিকারের জন্যই তৈরি হয়েছে মানবাধিকার কমিশন ।
আরও পড়ুন,West Bengal Weather Update : স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্দাস, শনিবার বাড়ল শহরের তাপমাত্রা
বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কমিশন, আইনি পরিষেবা কর্তৃপক্ষ, মানবাধিকার কর্মী ও সংগঠন, ক্লাব প্রত্যেকে এদিন নিজের মতো করে আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে দিনটি পালন করা হয় ।