প্রেমিকার রাগ ভাঙাতে ফুল দিলেন, চকোলেট দিলেন, মন তেমন গলল না। মোক্ষম দাওয়াইটাই দেননি। টেডি বিয়ার। একবার দিলেই রাগি প্রেমিকাও গলে জল। আজ সারা দুনিয়াজুড়েই উদযাপিত হচ্ছে টেডি ডে।
আহা! স্কুল কলেজের দিনগুলোয় ভালোবেসেছেন, আর প্রেমিকাকে টেডি বিয়ার (Teddy Bear) দেননি! ধর্ম বিরুদ্ধ কাজ করেছেন মশাই।
সালটা ১৯০২! মিসিসিপিতে শিকারে বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। সারাদিন খুঁজেও শিকার জোটেনি একটাও। অগ্যতা সঙ্গীরা তাঁর মন রাখতে একটি কালো ভালুকছানা খুঁজে এনে গাছে বেঁধে রাখেন। ছোট্ট মিষ্টি প্রাণীটাকে দেখে তাকে মারতে তো পারলেন না, বরং পশুহত্যা বন্ধ করে দিলেন রুজভেল্ট। তাঁর এই ভাবনাকেই শ্রদ্ধা জানাতে এক কার্টুনিস্ট এই ভালুকের একটি কার্টুন আঁকেন। সেই ছবি দেখে তৈরি হয় টেডি বিয়ার। বাকিটা তো ইতিহাস।