আজ রাখি পূর্ণিমা (Rakhi Purnima 2022) । দেশজুড়ে রাখি বন্ধনের উৎসবে সামিল কচিকাঁচা থেকে বড়রা । এদিন, ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি পরিয়ে দেবেন বোনেরা । দীর্ঘদিন ধরে এই প্রথাই চলে আসছে । কিন্তু, এখন যুগ বদলেছে, সময় বদলেছে, আর তার সঙ্গে বদলেছে মানুষের চিন্তাধারা । রাখি এখন কিন্তু শুধু আর ভাই-বোনের বন্ধনে সীমাবদ্ধ নেই । রাখি এখন দিদি-বোনেরও । এখন শুধু বোন ভাইকে নয়, বোন দিদিকে বা দিদি বোনকেও রাখি (Raksha Bandhan 2022) বাঁধেন ।
আরও পড়ুন, Raksha Bandhan 2022 : কুমড়োর বীজ থেকে চকোলেট রাখি, ভাই বা বোনের হাতে বাঁধুন পরিবেশ বান্ধব রাখি
রাখি নিয়ে আরও একটু বৃহত্তর অর্থে বলতে গেলে চলে আসে রবীন্দ্রনাথের কথা । বঙ্গভঙ্গের বিরোধিতা করে রাখিতেই সম্প্রীতির বার্তা দিয়েছিলেন তিনি । সেইসময় তাঁর আহ্বানে রাখিবন্ধন হয়ে ওঠে হিন্দু-মুসলিমের সম্প্রীতি উৎসব। হাতে হাত রেখে সাম্রাজ্যবাদী শক্তির দিকে ছুঁড়ে দেওয়া হয় প্রতীকী প্রতিবাদ। তাই বাঙালির কাছে রাখি মানে শুধু ভাই-বোনের দিন নয়। হাতে রাখি পরানো মানে বেঁধে বেঁধে থাকার অঙ্গীকার। তাই সব বিভেদ ভুলে কবিগুরুর ভাবনাকে মর্যাদা দিয়ে এবার রাখি হয়ে উঠুক মিলনের উৎসব । রক্ষা করার দায়িত্ব নিন সকলের ।