Happy Promise Day 2022: কথায় যদি বা বলে ‘প্রমিসেস আর মেন্ট টু বি ব্রোকেন’, তবু কী করবেন বলুন? শীত বিদায়ের এই সময়টারই যত দোষ। কথা দিয়ে দিতে ভারী ইচ্ছে হয়। মন খুলে প্রমিস করুন এই ১১ ফেব্রুয়ারি (promise day)। শুধু জেনে শুনে এমন প্রতিশ্রুতি দিয়ে ফেলবেন না, যা আপনি রাখতে পারবেন না।
কাছের মানুষদের কথা দিতে, কথা রাখতে আমাদের ভালো লাগে। কথা দেওয়া কিমবা কথা রাখার প্রত্যাশা শুধু প্রেমে নয়, যে কোনও সম্পর্কেই থাকে। তাই আজকের দিন কিন্তু আসলে সবার।
সপ্তাহভর চলছে প্রেমের উদযাপন, কোন দিন কীসের, আপনি জানেন?
তবে কথা দিই আমরা ভবিষ্যতের কথা ভেবে। অথচ ভবিষ্যৎ ভীষণ অনিশ্চিত। তাই কেউ কথা রাখতে না পারলে আশাহত হবেন না। আবার অন্য কাউকে দেওয়া কথা রাখতে অসম্ভবকে সম্ভব করার চেষ্টাও করবেন না। কিছু কথা যে আসলে কথা-র কথা হয়ে যায়, সেটা মেনে নিয়েই ভাল থাকুন।
জীবন সুন্দর, কথা রাখা-না রাখা, চরম অনিশ্চয়তা সব নিয়েই জীবন সুন্দর। উদযাপনে বাঁচুন।