১১ অক্টোবর, দিনটি সারা পৃথিবীতে উদযাপিত হয়, আন্তর্জাতিক শিশুকন্যা দিবস হিসেবে।
কন্যা ভ্রুণহত্যা, নাবালিকার বিয়ে দিয়ে দেওয়ার মতো ঘটনা এই একুশ শতকে এ দেশে যেমন আকছার ঘটছে, তেমনই সারা বিশ্বজুড়েই লিঙ্গসাম্য নিয়ে অনেক প্রচার, অনেক কর্মসূচি চললেও শিশুকন্যাদের নানা অধিকার থেকে বঞ্চিত করার ঘটনা ঘটছে। কন্যা এবং পুত্র সন্তানের মধ্যে বৈষম্য প্রতি ঘরে ঘরে। সেই বৈষম্য দূর করতেই ২০১২ সাল থেকে একটি দিন আলাদা করে শিশুকন্যাদের জন্য পালন করার কথা ভেবেছে ইউনেস্কো।
শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য এই সমস্ত নিরিখেই সমাজের শিশু কন্যারা এখনও বঞ্চিত, অবহেলিত। সে'সব নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই বিশেষ দিনের উদযাপন। এ বছরের থিম "Invest in Girls' Rights: Our Leadership, Our Well-being,"