Happy Hug Day 2022: বসন্ত পড়ল বলে কিন্তু বাতাসে এখনও ঠাণ্ডা ভাব। এই সময় ধোঁয়া ওঠা কফির কাপ আর প্রিয় মানুষের আলিঙ্গনের মতো উষ্ণতা কে দিতে পারে? সপ্তাহভর চলছে প্রেমের উদযাপন। আর আজ হাগ ডে, মানে জড়িয়ে ধরার দিন। কিন্তু এ কেমন শাস্তি বলুন। অতিমারীতে জড়িয়ে ধরা? সহজ কথা বলুন। প্রিয় মানুষের হাত ধরলেই স্যানিটাইজ করতে হয় বারবার।
দূরে থাকা কাছের মানুষের জন্য না হয় মনকে স্বান্তনা দেওয়া যায়। কিন্তু একই শহরে, কিম্বা পাড়ায় থেকে এই দিনে প্রেমিক/প্রেমিকাকে জড়িয়ে ধরতে না পারলে কীসের হাগ ডে, কীসের ভ্যালেন্টাইন সপ্তাহ। আবার নিয়মের অন্যথা করাও চলে না। সামাজিক দূরত্ব বিধি মানাই নিয়ম এখন।
তাই জড়িয়ে ধরুন মনে মনে, মানে ভার্চুয়াল জড়িয়ে ধরা আর কী! আর অপেক্ষা করুণ এমন এক দিনের, যখন মুখের মাস্ক আপনার চশমার কাঁচ ঝাপসা করে দেবে না, স্যানিটাইজার মেখে মেখে হাত খসখসে হবে না, আর প্রিয় মানুষকে জড়িয়ে ধরতে গেলে ভাইরাসের ভয় পেতে হবে না।