অনেক রাত৷ অফিস থেকে ফিরে ঘুমিয়েই পড়েছিল বছর চব্বিশের তরুণী। কাজের চাপ। তার উপর সদ্য ব্রেক আপ হয়েছে। বহুদিনের প্রেম। স্কুলের ব্যাচমেট। কিন্তু টিকল না সম্পর্কটা৷ সব মিলিয়ে ভীষণ ক্লান্ত। মানসিকভাবে তো বটেই।
হঠাৎ সেলফোনে টুংটাং। মেসেঞ্জারে ছোট্ট মেসেজ৷ নিছকই হাই হ্যালো। ছেলেটির প্রোফাইল আগেই দেখা। কিন্তু আলাপ নেই৷ শুরু হল কথা।
ধীরে ধীরে আলাপ গড়াল গল্পে। জীবনের ওঠাপড়া, পছন্দ অপছন্দ ভাগ করে নেওয়ার ফাঁকে কেমন করেই যেন দুজনে দুজনের কাছে হয়ে উঠল স্পেশাল।
খুব চেনা ছবি, তাই না? এমন সব ভালোবাসাগুলোর উদযাপনের জন্য আছে একটা আস্ত তারিখ। আজই তো সেই দিন। ১৪ মে। ভালোবাসার দিন 'ভ্যালেন্টাইনস ডে' হল ১৪ ফেব্রুয়ারি। আর তার তিনমাস পরেই অনলাইন রোম্যান্স ডে।
পুরাকালে প্রেমপত্র পাড়ি দিত পাখির পায়ে। বিরহী যক্ষ তার ভালোবাসার গান ভরে দিয়েছিল দূর আকাশের মেঘে। এখন চোখ থেকে চোখে বিদ্যুৎ পৌঁছে যাওয়ার মতোই এক প্রোফাইল থেকে অন্য প্রোফাইলে পাচার হয় মুগ্ধতার ইস্তেহার। ফেসবুক, ইন্সটা, টুইটারের এমন সহস্র রোম্যান্সকে উদযাপনের দিনটিই আজ- ১৪ মে।
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে,
দেখিস যেন কেউ না জানে,
কেউ না শোনে, কেউ না বোঝে,
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে।
মনে মনে কথা বলার দিন ফুরিয়েছে। মন বদলে ফোন, ফোন বদলে স্মার্ট ফোন, হোয়াটসঅ্যাপ, দ্রুত বদলে বদলে গেছি আমরা। বদলেছে ভালোবাসার প্রকাশ। চিঠি-র বদলে চ্যাটেই এখন বেশি সহজ জেন ওয়াই। ভালবেসে 'নিভৃতে যতনে নাম'টি লেখা হয় না এখন, ছবি আপলোড করে ট্যাগ করে দেওয়া হয় মনের মানুষকে।
খাতার মাঝে চ্যাপ্টা গোলাপ কবেই হারিয়েছে। তার বদলে অনলাইন উপহার এসেছে। আগে স্মৃতি ফেরাত বসন্ত বিকেল পা পাতা ঝরা দুপুর। এখন, সেই কাজটা করে ফেসবুক মেমরি।
বদলে যাওয়া সময়ে আমাদের বেঁচে থাকার অনেকখানিই ভার্চুয়াল। এক ফোন থেকে অন্য ফোনে নববর্ষ বা বিজয়ার শুভেচ্ছা পৌঁছে যায় সহজেই। ঠিক তেমন করেই পাড়ি দেয় হৃদয়ের লাবডুব। প্রেম তো চিরকালীন। যুগে যুগে তার বাহক বদলায় মাত্র। সাদা কাগজের প্রেমপত্র কখনও বদলে গিয়েছে পত্রমিতালীতে। কখনও আবার ভারী টেলিফোন কানে চেপে ধরে কাছের মানুষটির একটু ছোঁয়া, মনে মনেই৷ তারপর যুগের নিয়মে মোবাইল। মিসড কল আর মেসেজ কার্ডের দিন পেরিয়ে এখন সোস্যাল মিডিয়ায় একে অন্যের ভার্চুয়াল আঙুল ছুঁয়ে থাকে। মাধ্যম বদলে বদলে যায়। বদলায় না কেবল ভালোবাসা, বদলায় না জড়িয়ে থাকতে চাওয়া।
অনলাইন রোম্যান্স হয়তো প্রেমের শরীর থেকে সরিয়ে দিয়েছে কিছু ট্যাবু৷ ডেটিং সাইটগুলি এক বদলে যাওয়া বাস্তবতায় পৌঁছে দিয়েছে আমাদের৷ হয়তো তারও দরকার আছে এই পরিবর্তিত বাস্তবতায়। সব মিলিয়ে প্রযুক্তি এসে আমূল বদলে- দিয়েছে আশাপাশ। প্রেমে প্রযুক্তি এসেছে, শুধু যুক্তি আসেনি, আর এই ভুলটুকু বেঁচে থাক। ভালোবাসায় যেন কোনও যুক্তি না খাটে, না মেলে কোনও হিসেব।