মাঘ থাকতেই মনে বসন্ত এলে যা হয় আর কী! সপ্তাহভর প্রেমের নানা অনুভূতির উদযাপন করলেন। এবার বসন্ত যখন সবে নামল, মন ভাঙছে অনেকেরই। সম্পর্কে চিড় ধরেছে আপনারও? প্রতিশোধ স্পৃহা জেগে টেগে উঠছে? আজ কিন্তু সেরকমই রাগে চিড়বিড় করে জ্বলে ওঠারই দিন। আজ স্ল্যাপ ডে (Slap Day)।
সদ্য প্রাক্তন প্রেমিক কিমবা প্রেমিকার ওপর খুব রাগ। কষে একখানা থাপ্পড় কষাবেন ভাবছেন? তার জন্য তো দেখা করতে হয়। দেখলেই মন গলে যাবে না তো? ঝুঁকি নিতে চাইলে দেখা করতেই পারেন। আবার মনে মনে থাপ্পড় কষাতে পারেন এক্সের গালে। শুধু, জীবনভর রাগ পুষে রাখবেন না। মন ভাঙ্গা- মন গড়া সবই আসলে সময়ের ধর্ম। একটা দিনেই যা রাগ দুঃখ, উগড়ে দিন। তাতে জীবন সহজ হবে।
আজ প্রমিস ডে, কথায় কথায় কথা রাখুন মন খুলে! আর ভুলে যান যত কথা-র কথা