চলতি বছরে মাত্র এক মাসের মধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ১৬ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তথ্যপ্রযুক্তি আইন মেনে ওই অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করা হয়েছে
হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা সর্বদাই হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখতে তৎপর। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে বিদ্বেষ ছড়ানো সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের বিষয়টিকে তাঁরা বিশেষ গুরুত্ব দেন। মেটার ওই মুখপাত্র আরও জানিয়েছেন, হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখার জন্য তাঁরা দীর্ঘ দিন ধরে অত্যাধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইঞ্জিনিয়রদের কাজে লাগাচ্ছেন।
PAN-Adhaar in whatsapp: প্যান থেকে আধার, সব গুরুত্বপূর্ণ নথি এবার পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই
মেটার তরফে জানানো হয়েছে ২০২১ সালের আইটি আইন মেনে ২০২২ সালের এপ্রিল মাসের রিপোর্ট তৈরি করা হয়েছে। কতগুলি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে তা জানানোর পাশাপাশি হোয়াটসঅ্যাপের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতেও কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার উল্লেখ রিপোর্টে রয়েছে।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের শর্তাবলী অমান্য করলে সেই সব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সংস্থার কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনলাইনে কাউকে হুমকি দেওয়া, ভুয়ো খবর প্রচার করা, অসমর্থিত সূত্র থেকে আসা কোনও বার্তা বা ছবি একাধিক মানুষকে পাঠানো, ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ প্রচার করা ইত্যাদির জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়ে থাকে।