নতুন বছর এসে গিয়েছে (New Year 2023)। আর ক্যালেন্ডার হাতে পেয়েই সবার আগে দেখে নিতে হয় কবে কবে ছুটি। এডিটরজি বাংলার টিপস, ক্যালেন্ডারের সঙ্গে সঙ্গে একটা পেনও নিয়ে বসুন। কারণ এবছর একটু হিসেব কষে চললেই বছরভর টুক করে সেরে আসতে পারবেন ছোট ছোট একাধিক ট্রিপ। কেননা, এই বছরে রয়েছে জোড়া ছুটির জোয়ার৷
জানুয়ারি মাসেই রয়েছে ৫ টি ছুটি। ২৩ শে জানুয়ারি ২৬ জানুয়ারি তো আছেই। এছাড়া ২৪ বাদে ২৫ তারিখেও রয়েছে ছুটি। সুতরাং ২৪ তারিখ ম্যানেজ করলেই ২২ তারিখ রবিবার থেকে ২৬ তারিখ অবধি টানা ছুটি। এরপর ছুটি রয়েছে মার্চের ৭/৮ তারিখ নাগাদ। দোল এবং হোলি উপলক্ষে ছুটি মঙ্গল বুধ। পথের কাঁটা শুধু সোমবার, ওটাকে সরিয়ে ফেলতে পারলেই টানা ৪ দিন ছুটি।
Kabul Airport Blast: বছরের প্রথম দিনেই কেঁপে উঠল কাবুল, এবার মিলিটারি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ
আরও জোড়া ছুটিও রয়েছে বছরভর। অর্থাৎ সোম শনিতে ছুটি, মানে রবিকে সাথে নিয়ে নিলেই কেল্লাফতে। এপ্রিলের ১৪ এবং ১৫ শুক্র এবং শনিবার। এই দু’দিন অম্বেডকর জয়ন্তী ও বাংলা নববর্ষের ছুটি রয়েছে। রবিবারের হাত ধরলেই তিনদিন। এপ্রিলেই ২২ তারিখ ইদ-উল-ফিতর শনিবার, আবার পয়লা মে সোমবার। এছাড়া দুর্গাপুজো, কালিপুজো,লক্ষ্মীপুজো তো আছেই। চিন্তা নেই, ছুটি আছে আপনি কেবল প্ল্যান বানান৷