আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) । ২১ ফেব্রুয়ারি বাঙালির কাছে এক গৌরবজ্জবল দিন । ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর (UNESCO) প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় । তারপর ২০০০ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় । ২০১০ সালের পর থেকে রাষ্ট্রসংঘও ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে আসছে ।
আরও পড়ুন, International Day for Mother language: এই শতকের শেষে হারিয়ে যাবে ১৫০০টি ভাষা, বলছে গবেষণা
আজকের দিনটি বাংলাদেশে (Bangladesh) শহিদ দিবস হিসাবে পালন করা হয় । ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে শহিদ হন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকতরা । প্রতি বছর এই দিনে সেজে ওঠে ঢাকার শহিদ মিনার । আজও সেজে উঠেছে শহিদ মিনার চত্বর । এখানেই ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন হাজার হাজার মানুষ । আর মনে মনে বলবেন
'আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি...?'
তাঁদের অবদান সত্যিই ভোলা যায় না । এডিটরজির পক্ষ থেকে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি রইল শ্রদ্ধা ।