আজ একুশে ফেব্রুয়ারি। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই তারিখে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে গড়ে উঠেছিল দুর্বার গণআন্দোলন। শহীদের রক্তে ভিজে গিয়েছিল পূর্ব বাংলার মাটি।
১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ক্ষোভে ফেটে পড়েন পূর্ব বাংলার কোটি কোটি বাঙালি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সরকারি আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল শুরু করেন। পুলিশের নির্বিচারের গুলিবর্ষণে রাজপথে লুটিয়ে পড়ল রফিক, সালাম, জব্বার ও বরকতরা।
Rituraj Singh: আচমকা কার্ডিয়াক অ্যারেস্ট! প্রয়াত জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং
গণঅভ্যুত্থানের মুখে পাকিস্তান সরকার শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। ১৯৫৪ সালে পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়।