২ নভেম্বর। আজ অল সোলস ডে। পরিবারের সদস্য অথবা নিকটাত্মীয়, বন্ধু, যাদের সঙ্গে চিরতরে বিচ্ছেদ ঘটেছে, এই দিনটিতে তাঁদের স্মরণ করা হয়।
পৃথিবীর নানা প্রান্তে ২ নভেম্বর উদযাপিত হয় অল সোলস' ডে। মৃত আত্মাকে স্মরণ করার দিন এটি। শহরের বিভিন্ন সমাধিস্থলে এসে মৃত প্রিয়জনদের সমাধিতে আলো জ্বালিয়ে যান কাছের মানুষেরা। হিন্দুদের যেমন মহালয়া, ভূত চতুর্দশী, মুসলমানদের সবে বরাত। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের তেমনি অল সোলস' ডে।
খ্রিষ্টান ধর্ম বলে, মৃত আত্মারা জীবিতদের জন্য প্রার্থনা করতে পারেন, তাঁদের আশীর্বাদও করতে পারেন। কিন্তু নিজেদের জন্য প্রার্থনা করতে পারেন না। তাই এই দিনটিতে আলাদা করে তাঁদের জন্যই প্রার্থনা করা, যারা আজ অতীত।