হাড় কাঁপানো ঠান্ডার রেশ খানিক কমে এখন বঙ্গে বেশ মনোরম আবহাওয়া। আর এটিই ঘুরতে যাওয়ার আদর্শ সময়। হাতে সময় কম অথচ সাধ্যের মধ্যে একটু বেড়িয়ে আসতে চান? রইল আপনার জন্য বাংলার সেরা কয়েকটি ডেস্টিনেশন।
কলকাতার কাছেপিঠে হাতে দিন দুয়েক নিয়ে ঘুরে আসতে পারেন টাকি থেকে৷ ভারত- বাংলাদেশ সীমান্ত বরারবর ইছামতী নদীর তীরে টাকি সাধ্যের মধ্যে বেশ মনোরম জায়গা৷ ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় ২ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যায়। দেখার আছে, পূবের বাড়ি, রাজবাড়ি, ম্যানগ্রোভ ঘেরা মিনি সুন্দরবন, তিন নদীর মোহনা।
ইতিহাসের শহর মুর্শিদাবাদ। এই শহরের নামকরণ হয়েছিল বাংলা বিহার ওড়িশার দেওয়ান নবাব মুর্শিদ কুলি খাঁয়ের নামে। ভাগীরথীর তীরে অবস্থিত এই শহর মুঘলদের রাজত্বের সাক্ষী। পলাশির যুদ্ধক্ষেত্র, ইমামবড়া, কাটরা মসজিদ, হাজারদুয়ারী, খোশবাগ ঘুরে দেখতে পারেন।
বীরভূমের দুবরাজপুরে শহরে রয়েছে মামা ভাগ্নে পাহাড়। পিকনিকের মরশুম শুরু হতেই প্রতিবছর এখানে পর্যটকদের ভিড় দেখা যায়। এছাড়া বক্রেশ্বর, নিল নির্জন পার্কও ঘুরে দেখতে পারেন৷