বর্ষবরণের রাতে প্রিয় মানুষের কাছাকাছি থাকতে কে না চায়? একটা গোটা বছরকে বিদায় জানিয়ে নতুন বছরটা কাছের মানুষের সঙ্গে শুরু করতে চাওয়াটা তো আর অপরাধ নয়। আর এমন দিনেই নয়া রেকর্ড গড়ল ওয়ো (OYO), সংস্থাটি জানিয়েছে ৩১ ডিসেম্বর ভারতে ওয়ো বুকিং করেছেন প্রায় ৪ লক্ষ মানুষ। OYO Hotels এর CEO রীতেশ আগরওয়াল জানান, গত ৫ বছরে এটিই ওয়োর রেকর্ড বুকিং।
Winter Meme: বছরের শুরুতেই শীতের বাড়বাড়ন্ত! ‘হাড় কাঁপা ঠান্ডায় মিমের জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়া
শুধু তাই নয় দেশের বিভিন্ন জায়গাতেই হুহু করে বাড়ছে ওয়োর জনপ্রিয়তা। সংস্থাটি জানিয়েছে বর্ষবরণের রাতে সবচেয়ে বেশি ওয়ো রুম বুকিং হয়েছে বারাণসীতে। বলাই বাহুল্য, হালফিলে ওয়োর জনপ্রিয়তা বেড়েছে সবচেয়ে যুবক যুবতীদের মধ্যে। ভিন রাজ্য বা অচেনা জায়গায় নিরাপদ মাথা গোঁজার ঠাঁই হয়ে উঠেছে ওয়ো।