বিয়ে। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে চুক্তিই এক ধরনের। তবে ভারতের মতো দেশে বিয়ে তো আর কেবল দুটো মানুষের মধ্যে হয়না। রীতিমতো উৎসব আয়োজন চলে কয়েক দিনের, তার প্রস্তুতি পর্বও বিশাল। যাকে বলে বিগ ফ্যাট ওয়েডিং। এই বিয়ের মরশুমে ৪০ দিনে ৩২ লক্ষ বিয়ে হবে এই দেশে। পরিসংখ্যান দিয়েছে Confederation of All India Traders (CAIT)।
৪ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে বিয়ের রীতিমতো হিড়িক পড়েছে। এতে ফুলে ফেঁপে উঠছে ওয়েডিং ইন্ডাস্ট্রি। হিসেব বলছে, আনুমানিক ৩.৭৫ লক্ষ কোটি টাকার ব্যাবসা হবে চলতি মরশুমের বিয়ে উপলক্ষে। এ বছর ব্যাবসার পরিমাণ ২০০ গুণ বেড়েছে একলাফে।
Tolly stars in Europe: স্বস্তিকা-ঐন্দ্রিলা-সন্দীপ্তা... ইওরোপে মজেছেন টলিপাড়ার তারকারা
তার একটা বড় কারণ, অবশ্যই, গত দু'বছর কোভিড-অতিমারীর কারণে বিয়ে বন্ধ থাকা বা, একেবারে যৎসামান্য আয়োজনে বিয়ে করা। ৩৫ টি শহরের ৪৩০২ জন ব্যবসায়ীকে নিয়ে এই সংক্রান্ত সমীক্ষাটি চালিয়েছে (CAIT)।
সমীক্ষার রিপোর্ট বলছে, শুধু দিল্লিতেই ৪০ দিনে সাড়ে ৩ লক্ষ বিয়ে হবে। তাতে খরচা হবে ৭৫ হাজার কোটি টাকা।