সপ্তাহে একটা অথবা দুটো ছুটির দিনে আর চলছে না। কাজের দিনের ক্লান্তি, ঘুমহীনতা পুষিয়ে নিতে না নিতেই চলে আসে আস্ত একটা সোমবার। কাছে পিঠে ঘুরে আসার সুযোগটুকুও নেই। সপ্তাহে তিনটে দিন ছুটি (three day weekend) হলে বেশ হয়! ইতিমধ্যে সেই ট্রায়াল শুরু করল বেশ কয়েকটি ব্রিটিশ ফার্ম (british firm)। এত বড় আকারের ট্রায়াল সারা বিশ্বে এই প্রথম।
২০২২ এর জুন থেকে ডিসেম্বর, এই ছ'মাসের জন্য একটি ট্রায়াল শুরু করল ব্রিটেনের ৭০ টি সংস্থা। সংস্থাগুলির ৩,৩০০-এর বেশি কর্মীর সাপ্তাহিক ৩২ ঘণ্টা কাজ করা বাধ্যতামূলক। কাজের সময় কমিয়ে দেওয়ার জন্য বেতনের কোনও অংশ কাটা হবে না।
Gujarat's first sologamy: নিজেকেই বিয়ে, নিজের সঙ্গে হানিমুন, অভিনব ঘটনার সাক্ষী থাকতে চলেছে গুজরাত
সপ্তাহে ৪ দিন কাজের ( 4 day week) এই ট্রায়ালে অংশ নিচ্ছেন অকফোর্ড, কেমব্রিজ এবং বস্টন কলেজের গবেষকরাও। বড় আর্থিক সংস্থা থেকে একেবারে ছোট খাদ্য পণ্যের সংস্থা, সব ধরনের সংস্থাই ট্রায়ালে। ১০০:৮০:১০০ এই মডেলের ওপর ভিত্তি করে শুরু হল ট্রায়াল। ১০০ % পারিশ্রমিক নিয়ে ৮০ % সময় খরচ করে ১০০ % ইনপুট দেওয়ার চেষ্টা।
এই সংক্রান্ত একটি রিপোর্ট বলছে, সমীক্ষা থেকে প্রমাণিত কর্মীদের ভাল থাকার সঙ্গে তাঁদের কর্মক্ষমতার সম্পর্ক সমানুপাতিক।
প্রসঙ্গত, কর্মীদের সপ্তাহে ৪ দিন কাজ করে ৩ দিন সবেতন ছুটি পাওয়ার একটি খসড়া প্রস্তাব তৈরি করে ফেলেছে আমাদের দেশের কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রকও।