ভারতীয় দণ্ডবিধির৩৭৭(decriminalisation of 377) ধারা বাতিল হয়েছে আজ চার বছর হল, ২০১৮ সালের ঠিক এই দিন থেকেই আইনের চোখে সমকামীতা আর অপরাধ নয় এ দেশে। তবে আইন কি সবটা পারে? রাতারাতি সমকামীতার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গী বদলেছে? সমকামী মানুষগুলোকে জীবনের মূল স্রোতে ফেরানো গেছে চার বছরে?
নাহ, বরং এখনও সমকামীতা নিয়ে অকারণ লুকোচুরি, ফিসফাস, অজ্ঞানতা সমাজের পরতে পরতে। এরই মধ্যে এক একটা খুশির খবর আসে। ধুমধাম করে সমলিঙ্গের দুজন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খুশিতে শামিল হন তাঁদের পরিবারের মানুষেরা। কিন্তু ধুমধামটাই তো বড় কথা নয়। এত বছরের লড়াইটাও তো সে সবের জন্য নয়।
আমাদের এই শহরেই এখনও কোণঠাসা সমকামীরা। যৌন পরিচয় উল্লেখ করলেই ঘর ভাড়া না পাওয়ার মতো ঘটনা আকছার ঘটছে। কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হচ্ছে এখনও।
অনেকেই প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছেন রূপান্তরকামীদের জন্য নতুন আইন হলেও সমকামী পুরুষরা নির্যাতিত হলে তাঁদের জন্য কার্যত কোনও আইনই নেই।
আর আইন তো গেল একদিকে। পরিবারের বাইরের লড়াইয়ের গল্প তবু জানা যায়, কিন্তু পরিবারের ভেতরেই যদি গ্রহণযোগ্যতা না থাকে সমকামী সদস্যের? পারিবারিক উৎসব অনুষ্ঠানে যোগ দেওয়ার স্বাধীনতাটুকু না থাকে?
তবু রাত যত গভীর হয়, ভোরের আলো ফোটার অপেক্ষা ততই কমতে থাকে, এক সময় নতুন সূর্য ওঠেই। সেই সূর্যের অপেক্ষা ক্রমশ কমতে থাকুন। আজকের দিনে এইটুকুই চাওয়া।