আজকাল মুঠো ফোনে এক ক্লিকেই খুঁজে নেওয়া যায় পছন্দের পার্টনারকে। তাই এই মুহূর্তে 'ডেটিং অ্যাপ' এরও বিরাট রমরমা। সম্প্রতি, QuackQuack নামের একটি ডেটিং অ্যাপ টায়ার ১ এবং টায়ার ২ শহরের প্রায় ১৫,০০০ ব্যবহারকারীর মধ্যে একটি পোল গঠন করে জানতে চেয়েছিল তারা ভ্যালেন্টাইন্স ডে কীভাবে উদযাপন করতে চান? প্রচুর টাকা খরচ নাকি একান্ত ব্যক্তিগত মুহূর্ত, কী চাইছেন তারা? সমীক্ষায় অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৩২ বয়সের মধ্যে।
পোলে দেখা গিয়েছে ৪৭% যুগল চান বাজেট ফ্রেন্ডলি ছিমছাম উপহার আর খাওয়া দাওয়ায় ভ্যালেন্টাইন্স ডেট সারতে। ৩৫% চায় ভ্যালেন্টাইন্স ডে'র আগের রাতটি সঙ্গিনীর সঙ্গে বেশ এলাহিভাবে কাটাতে। আর জেন-জেড দের ভরসা সেলফ কেয়ার আর মি-টাইমেই। তারা ভ্যালেন্টাইন্স ডেতে পয়সা ওড়াতে নারাজ। এছাড়া ২২% মহিলা অ্যাপে মুঠোফোনেই সারতে চান ভার্চুয়াল ডেট।