ডিসেম্বর পড়তে না পড়তেই শহরজুড়ে একের পর এক বিয়ে। সেলেব থেকে ননসেলেব, হালকা শীতের আমেজ পড়েছে কী পড়েনি, শহরে বিয়ের মিছিল! হবু কনেদের জন্য রইল কিছু সহজ টিপস।
বিশেষ দিনে কনের দিক থেকে যেন নজর না সরে, তারই কিছু টিপস দিলেন ডার্মাটোলজিস্ট ডঃ আঁচল পন্থ।
বিয়ের দিনের বেশ কিছুটা আগে থেকেই বন্ধু হোক সানস্ক্রিন, ময়েসচারাইজার।
নতুন কোনও প্রোডাক্ট বিয়ের আগে ব্যবহার করবেন না। ওয়াক্সিং-ও অন্তত ৫ দিন আগে করান, নতুন প্রোডাক্ট আপনার ত্বকে স্যুট নাও করতে পারে।
তেলতেলে ত্বক হলে ভমুলতানি মাটি মুখে মাখতে পারেন।
বিয়ের দিন দুধ এবং চিনি খাবেন না, তার বদলে দু বাটি ফল খান।
বিয়ের আগে নিয়ম করে, এবং বিয়ের আগের রাতেও ৬ থেকে ৭ ঘণ্টা ঘুম জরুরি। চোখের নীচে ফোলা ভাব থাকলে ফেস মাস্ক ব্যবহার করতে পারেন।