শুক্রবারের দুপুর গড়িয়ে বিকেল, সামনে লম্বা উইকেন্ড, কাজে মন বসে? সেই সন্ধে পর্যন্ত অফিসে বসিয়ে রাখে, কোন বসের সাধ্যি! কিন্তু মেজাজ ফুরফুরে বললে বস-ই বা ছাড়বেন কেন, তাই ডালা ভরে সাজিয়ে রাখা হাজার ছুতো, ইচ্ছে মতো তুলে নিলেই হল।
দেখে নেওয়া যাক সবচেয়ে চেনা, সবচেয়ে বেশি ব্যবহার করা তেমন ছুতো
শরীর খারাপ, গা ম্যাজ ম্যাজ
ডাক্তার কিম্বা ডেন্টিস্টের কাছে অ্যাপয়েনটমেন্ট
পরিবারের কেউ হঠাৎ অসুস্থ
মেঘ করেছে, বৃষ্টি এলে যান চলাচল বন্ধ থাকবে
বাচ্চাদের স্কুল থেকে নিতে যেতে হবে
নিজের অসুস্থতা থেকে অন্য কোনও সহকর্মী অসুস্থ হতে পারেন
পরিবারের কেউ অথবা ফ্ল্যাটমেট ঘরে আটকা পড়ে গেছেন
প্রতি বছর ২ জুন পালন করা হয় National Leave the Office Early Day, তা আজ অফিস থেকে সময়ের একটু আগেই বেরোচ্ছেন তো?