অতিমারির সময় দেশ তথা বিশ্বজুড়েই শুরু হয়েছিল ওয়ার্ক ফ্রম হোম মডেলে কাজ। অতিমারির পর যখন সারা দুনিয়া ক্রমে 'স্বাভাবিক' হয়ে উঠেছে, সেই সময়ও আর ঘর থেকে কাজ করার এই 'প্রিয়' অভ্যাস থেকে বেরোতে চাইছিলেন না কর্মচারীরা। এমনটাই জানাচ্ছিল এর আগে করা নানা সমীক্ষা। অধিকাংশ ভারতীয়ই চাইছিলেন ওয়ার্ক ফ্রম হোম মডেলে কাজ করতে। তাঁদের মতে, এই মডেলেই তাঁরা সবথেকে বেশি স্বচ্ছন্দ এবং উৎপাদনক্ষম।
সম্প্রতি, পেশাদার নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে একটি সমীক্ষা করা হয়। যে সমীক্ষায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। ৭৮ শতাংশ ভারতীয় অফিস থেকে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ৮৬ শতাংশ ভারতীয় জানিয়েছেন, তাঁরা ক্রমে অফিস যাওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। সমীক্ষায় আরও জানা গিয়েছে, ৭১ শতাংশ ভারতীয় মনে করেন, ঘর থেকে কাজ করলে তাঁদের অনেক বেশি পরিমাণ কাজ করতে হয় যা অফিস থেকে করলে হয় না।