'সহজ কথাটা আসে না সহজে
যা হোক করে বাঁচার গরজে'
২০২৪-এ দাঁড়িয়ে এ যেন আমাদের প্রত্যেকের কথা। সহজ কথা বলতে, সহজ অনুভূতি জানাতে ভুলে গেছি আমরা, আজ মন খুলে মনের কথা বলার দিন। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে।
100 Days Work-Nabanna: ২১ লক্ষ মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া হবে টাকা? গাইডলাইন প্রকাশ নবান্নের
সামনেই ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day), প্রেমের সপ্তাহ (Valentine week) শুরু হয়েছে রোজ ডে দিয়ে। সপ্তাহের দ্বিতীয় দিনটি প্রোপোজ ডে। যারা এখনও পছন্দের মানুষকে জানিয়েই উঠতে পারেননি নিজের ভালোবাসার কথা, এই দিন তাঁদের জন্য। ইতস্তত না করে বলেই ফেলুন মনের কথা।
আর যারা মুখে কিছু বলতে পারবেন না, তাঁরাও আজ ভালবাসুন মন ভরে। আপনি না বললেও আপনার পছন্দের মানুষ হয়তো ঠিক পড়ে নেবে আপনার মন। একটু আভাস অন্তত দিন।