অন্তঃসত্ত্বা কাল সব মেয়েদের কাছেই বিশেষ হয়, এবং এই সময়ে মেয়েদের চাই একটু বাড়তি যত্ন। কিন্তু এই সময় শরীর চর্চা করা উচিৎ কী না তা নিয়ে রয়েছে বিতর্ক। সাম্প্রতিককালে ফেসবুকে ভাইরাল একটি ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে ৯ মাসের এক গর্ভবতী মহিলা শীর্ষাসন করছেন।
ল্যানড্রা এলিজাবেথের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা তাঁর স্ফীত উদরে হাত বুলিয়ে শীর্ষাসন করছেন। তারপর ওই অবস্থাতেই চলতেও দেখা যায় তাকে। আবার খানিক ঘুরপাক খেয়ে নিজেই উঠেও দাঁড়াতে দেখা যায় তাকে। এই ভিডিও দেখে তো নেটিজেনদের কার্যত হাড়হিম হওয়ার জোগাড়। অনেকেই বিপদের আশঙ্কাও প্রকাশ করেছেন।
অনেকে লিখেছেন এতে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে, শিশুর স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করা মোটেও ঠিক হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। যদিও অনেকক্ষেত্রেই গর্ভবস্থায় চিকিৎসকদের পরামর্শ থাকে শরীরচর্চা করার, কিন্তু সেটা যোগাসন বা প্রাণায়াম। কোনও ভারী ব্যায়াম মা এবং বাচ্চা উভয়েরই ক্ষতি করতে পারে।